নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মেরা বিল মেরা অধিকার এই প্রকল্পটি আগামী পয়লা সেপ্টেম্বর থেকে ছয়টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার ।এই রাজ্যগুলি হচ্ছে আসাম ,গুজরাট ,হরিয়ানা ,পুদুচেরি ,দমন ও ডিউ এবং দাদরা ও নাগরা হাভেলি ।নির্দিষ্ট আপে জিএসটি ইনভয়েস আপলোড করলে লটারির মাধ্যমে নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে ।