নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারত ইতিমধ্যে চাল -গম ,চিনি রফতানিতে নিষেধআজ্ঞা বসিয়েছে ।চেষ্টা করছে দেশের ক্রেতাদের হাতে যোগান বাড়ানো সাধ্যের দামের মধ্যে ।খুচরো মূল্যবৃদ্ধির হার ৭.৪৪% বেড়েছে ।খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ ১১.৫%।
এই বারের চিনি উৎপাদন ৩.৩% কমে হতে পারে ,৩.১৭ কোটি টন । তাই দাম নিয়ন্ত্রণে রাখতে রফতানি তে নিষেধাজ্ঞা চাপাতে পারে ভারত ।