নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অতি মারির আগে থেকেই দেশে বেকারত্বের হার বহু দশকের মধ্যে সর্বোচ্চ । যা নিয়ে বিরোধীরা মোদী সরকার কে প্রায়শ আক্রমণ করেন ।কিন্তু শিল্প পতি হর্ষ গোয়েঙ্কার দাবি তার অভিজ্ঞতা অন্য ।তিনি বলেন বাজারে কর্মসংস্থান নিয়ে অভিযোগ ওঠে বটে কিন্তু তার সংস্থা চেয়েও দক্ষ লোক পায়না ।হর্ষের প্রশ্ন মানুষ কি কাজ করতে আগ্রহী নন ,মানুষ কি খয়রাতি উপর নির্ভরশীল হয়ে পড়েছেন ।শিল্প মহলের বক্তব্য কৌশলে শিল্পপতি শিক্ষা সংক্রান্ত বিষয়কে সামনে এনেছেন ।