নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল চাঁদে অবতরণ করেছে চন্দ্রাযান ৩। ৪০ দিনের দীর্ঘ সফরের পরে ক্লান্তি কাটাতে চন্দ্রপৃষ্ঠে ঘন্টাখানেক বিশ্রাম নেয় বিক্রম । তার পরে বিক্রমের পেট থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান ধুলো থিতিয়ে যেতেই । ইসরোর প্রধান বলেন ২০১৯ সালে ব্যর্থতার পরে ভুল কোথায় তা বার করতেই ১ বছর কেটে গেছে ।শুন্য থেকে শুরু করতে হয়েছে ।