নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চন্দ্রাযান ৩ অভিযানের পরে ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আদিত্য এল ১ মিশনের কথা ঘোষণা করে দিলো ইসরো ।সূর্য কে কাছ থেকে খুঁটিয়ে পরীক্ষা করতে আগামী ২ সেপ্টেম্বর শ্রীহরি কোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে পিএস এল ভি রকেটে করে রওয়ানা হবে আদিত্য এল ১।ইসরোর ডিরেক্টর নীতেশ দেশাই বলেন ১২৭ দিন ধরে যাত্রার পরে পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ্য কিলোমিটার দূরে গিয়ে পৌঁছাবে মহাকাশ যান টি পরীক্ষা করবে সূর্যের ছটা ।