খবর > Country

আদিত্য এল ১ অভিযানের দিন ঘোষণা করে দিলো ইসরো

Updated : 08/25/2023, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চন্দ্রাযান ৩ অভিযানের পরে ২৪ ঘন্টা কাটতে  না কাটতেই  আদিত্য এল ১ মিশনের কথা ঘোষণা করে দিলো ইসরো ।সূর্য কে কাছ থেকে খুঁটিয়ে পরীক্ষা করতে আগামী ২ সেপ্টেম্বর শ্রীহরি কোটার  সতীশ ধবন  মহাকাশ কেন্দ্র থেকে পিএস এল ভি  রকেটে  করে রওয়ানা হবে আদিত্য  এল  ১।ইসরোর ডিরেক্টর নীতেশ  দেশাই বলেন ১২৭ দিন ধরে যাত্রার পরে পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ্য  কিলোমিটার দূরে গিয়ে পৌঁছাবে মহাকাশ যান টি পরীক্ষা করবে সূর্যের ছটা ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।