নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কালানিধি মারানের থেকে বিমান সংস্থা স্পাইস জেট কেনা বাবদ প্রোমোটার অজয় সিংহ কে ৫৭৯ কোটি টাকা ও সুদ মেটানোর নির্দেশ দিয়েছিলো দিল্লি হাইকোর্ট ।এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে প্রোমোটার অজয় ডিভিশন বেঞ্চে গেলেও আগের রায়ের উপরে স্থগিতাদেশের নির্দেশ খারিজ করে দিয়েছে আদালত ।মামলার বিষয়ে বক্তব জানাতে চেয়ে মারানের সংস্থা কে নোটিশ পাঠিয়েছে হাইকোর্ট ।