খবর > Country

ব্যর্থ হলো উত্তর কোরিয়ার চর উপগ্রহ পাঠানোর প্রক্রিয়া

Updated : 08/25/2023, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তর কোরিয়া তাদের চর  উপগ্রহ উৎক্ষেপণ প্রক্রিয়া এইবারেও  ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে ।গত মে  মাসে  প্রথম বার এই ধরণের উপগ্রহ মহাকাশে পাঠানোর কথা জানিয়েছিলেন কিম জং উন  সরকার,কিন্তু উৎক্ষেপণের সময় সেটি সমুদ্রে ভেঙে পরে ,তবে এতেও দমে  যাচ্ছেনা কিম্ সরকার । তারা জানিয়েছে আগামী অক্টোবরে তারা ফের চেষ্টা করবেন চর  উপগ্রহ মহাকাশে পাঠাতে যাতে করে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার কার্যকলাপের উপর নজর রাখা যায় ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।