খবর > Country

আজকের রাশিফল ( ২৭ অগাস্ট )

Updated : 08/27/2023, IST

মেষ - সন্তানের আচার আচরণের দিকে বিশেষ নজর দিন 

বৃষ - সামাজিক ক্ষেত্রে হঠকারিতার জেরে বিপদ দেখা দেবে 

মিথুন -উপার্জন বাড়লেও ব্যয়ের চাপে  সঞ্চয় শুন্য 

কর্কট - বিলাশ  দ্রব্যের ব্যবসা তে বাড়তি বিনিয়োগে সুফল আসবে 

সিংহ - ভরণীয় ব্যক্তির কর্মপ্রাপ্তি তে স্বস্তি 

কন্যা - গৃহ নির্মাণের ক্ষেত্রে এক দায়িত্ব নিলে মুস্কিলে পড়বেন 

তুলা - পরিবারের সাথে অনৈতিক কর্ম  নিয়ে মনমালিন্য হবে 

বৃশ্চিক -প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগে কোন ফল পাবেন না 

ধনু - জ্ঞাতি পড়শিদের  অপচেষ্টা রুখে সম্পত্তি সংস্কারে কাজ এগোবে 

মকর - আনন্দ  উপভোগ ত্যাগ না করলে আর্থিক অবস্থা খারাপ হবে 

কুম্ভ - উদর  পীড়া  তে ভোগান্তি ও কাজ কর্মে বাঁধা 

মীন - অপব্যয় ও অপচয়ের কারণে ঋণশোধের পরিকল্পনা ব্যাহত হবে 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।