মেষ - সন্তানের আচার আচরণের দিকে বিশেষ নজর দিন
বৃষ - সামাজিক ক্ষেত্রে হঠকারিতার জেরে বিপদ দেখা দেবে
মিথুন -উপার্জন বাড়লেও ব্যয়ের চাপে সঞ্চয় শুন্য
কর্কট - বিলাশ দ্রব্যের ব্যবসা তে বাড়তি বিনিয়োগে সুফল আসবে
সিংহ - ভরণীয় ব্যক্তির কর্মপ্রাপ্তি তে স্বস্তি
কন্যা - গৃহ নির্মাণের ক্ষেত্রে এক দায়িত্ব নিলে মুস্কিলে পড়বেন
তুলা - পরিবারের সাথে অনৈতিক কর্ম নিয়ে মনমালিন্য হবে
বৃশ্চিক -প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগে কোন ফল পাবেন না
ধনু - জ্ঞাতি পড়শিদের অপচেষ্টা রুখে সম্পত্তি সংস্কারে কাজ এগোবে
মকর - আনন্দ উপভোগ ত্যাগ না করলে আর্থিক অবস্থা খারাপ হবে
কুম্ভ - উদর পীড়া তে ভোগান্তি ও কাজ কর্মে বাঁধা
মীন - অপব্যয় ও অপচয়ের কারণে ঋণশোধের পরিকল্পনা ব্যাহত হবে