নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আলিপুরে একটি কেন্দ্রীয় সরকারি অতিথি শালা তে ,রাজ্যে দলের সাংসদ ও বিধায়ক দের নিয়ে বসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ,প্রসঙ্গ ওঠে ঘন ঘন রেল বাতিল ও ট্রেনের পরিকাঠামো ও রক্ষনা বেক্ষন নিয়ে । বিজেপি সভাপতি ,সুকান্ত
মজুমদার অভিযোগ করেন রেলের অব্যবস্থা দূর করার ।ঘটনা ক্রমে এই দিন হাওড়া স্টেশনে বাতিল হয় বন্দে ভারত যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পরে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং অন্যান্য রা ।