নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কর দাতাদের আরো সুবিধা দিতে www.incometaxindia.gov .in ওয়েবসাইটের উন্নত সংস্করণ আনলো আয়কর দফতর ।শনিবার এর উদ্বোধন করা হয়। প্রযুক্তি প্রসারের সাথে তাল রেখে সহজেই যাতে আয়কর রিটার্ন জমা দেওয়া যায় সেই জন্য বেশ কিছু নতুন ব্যবস্থা রাখা হয়েছে ওয়েবসাইট টি তে ।পাশাপাশি মোবাইলেও যাতে সহজেই সাইট টি দেখা যায় সেই ব্যবস্থাও আছে ।