মেষ - শত্রুপক্ষের তরফে ক্ষতির আশঙ্কা
বৃষ - স্বনিযুক্তি প্রকল্পে উন্নতির সম্ভাবনা
মিথুন -সন্তানের লেখা পড়া তে আগ্রহ ও শুভফলে আপাতত উদ্বেগের অবসান
কর্কট - কর্মস্থলে জটিলতা বাড়ার আশঙ্কা
সিংহ - প্রতিদ্বন্দীর বাগড়ায় ব্যবসা সম্প্রসারণে বাঁধা
কন্যা - উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা
তুলা - কাজের পরিবেশে নতুনত্ব এনে প্রশংসা পেতে পারেন
বৃশ্চিক - কর্মে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা বেশি
ধনু - সন্তানের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অর্থের সংস্থান হবে
মকর -অদক্ষ কোন কর্তা ব্যক্তির উস্কানীতিতে সহকর্মীর সঙ্গে বিরোধিতা
কুম্ভ - অন্ধ বিশ্বাসের উপর ভরসা করলে অনুতাপ ও হতাশা গ্রাস করবে
মীন -আর্থিক উপদেষ্টা হিসাবে সুনাম বৃদ্ধি