নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জেট এয়ারওয়েজের ৩৫০ কোটি টাকার দেনা ঋণদাতাদের মেটানোর জন্য ,জ্বালান কালরক গোষ্ঠী কে ৩০ সে সেপ্টেম্বর অব্দি সময় দিলো এনসিএল টির আপিল ট্রাইবুনাল ।ধার মেটাতে ব্যাঙ্ক গ্যারান্টির ১৫০ কোটি টাকা অনুমতি মিলেছে ।প্রধানমন্ত্রীর দাবি জন ধন যোজনা তে প্রচুর মানুষ কে ব্যাঙ্কিং ব্যবস্থায় আনা গিয়েছে ।