খবর > Country

মন্ত্রী ঘোষণা করলো জনধন যোজনার সাফল্যের কথা

Updated : 08/29/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল প্রধানমন্ত্রী তার এক্স  হ্যান্ডেলে দাবি করলেন  জনধন  যোজনা  তে প্রচুর মানুষ কে ব্যাঙ্কিং  পরিষেবার মধ্যে আনা  গিয়েছে ।গতকাল  প্রকল্প টির  নবম বর্ষপূর্তিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন  বলেন জনধন  যোজনা প্রকল্পে ৫৫% একাউন্ট মহিলাদের ।জনধন যোজনার সাফল্য  ঘোষণা মন্ত্রীর ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।