নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে দাবি করলেন জনধন যোজনা তে প্রচুর মানুষ কে ব্যাঙ্কিং পরিষেবার মধ্যে আনা গিয়েছে ।গতকাল প্রকল্প টির নবম বর্ষপূর্তিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন জনধন যোজনা প্রকল্পে ৫৫% একাউন্ট মহিলাদের ।জনধন যোজনার সাফল্য ঘোষণা মন্ত্রীর ।