খবর > Country

সূর্য কে প্রদক্ষিণ করতে পারি দিলো আদিত্য

Updated : 09/03/2023, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক - গতকাল ঘড়ির কাটায় ঠিক ১১ টা  ৫০ মিনিটে শ্রীহরিকোটা  সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএস এলভি |রকেটে চেপে ঝলমলে আকাশের বুক চিরে  ভারতের প্রথম সূর্যযান আদিত্য এল ১ ৬৩ মিনিটের মাথায় পৃথিবীর কক্ষপথে পৌঁছে গেলো ।আর ১২৫ দিন পর যাত্রা শেষে  পৃথিবী থেকে ১৫ লক্ষ্য  কিমি দূরে লেগারাঞ্চ পয়েন্ট পৌঁছাবে আদিত্য।তার পর তার কাজ সূর্যের উপর নজর রাখা  ও ছবি ইসরো কে পাঠানো ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।