নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক - গতকাল ঘড়ির কাটায় ঠিক ১১ টা ৫০ মিনিটে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএস এলভি |রকেটে চেপে ঝলমলে আকাশের বুক চিরে ভারতের প্রথম সূর্যযান আদিত্য এল ১ ৬৩ মিনিটের মাথায় পৃথিবীর কক্ষপথে পৌঁছে গেলো ।আর ১২৫ দিন পর যাত্রা শেষে পৃথিবী থেকে ১৫ লক্ষ্য কিমি দূরে লেগারাঞ্চ পয়েন্ট পৌঁছাবে আদিত্য।তার পর তার কাজ সূর্যের উপর নজর রাখা ও ছবি ইসরো কে পাঠানো ।