নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক - চীনের থেকে আমদানি করা ঘরের কাজের জিনিস পত্রে ব্যাবরিত কয়েক শ্রেণীর কাঁচের উপর শাস্তি শুল্ক চাপানোর সুপারিশ করলো বাণিজ্য মন্ত্রক ।মন্ত্রক টন প্রতি ২৪৩ ডলার শুল্ক বসানোর কথা বলেছে তাদের উদ্দেশ্য দেশীয় কাঁচ শিল্প কে রক্ষা করা ।তবে জানা যাচ্ছে মন্ত্রকের তদন্তকারী শাখা ডিজিটি আর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।