দেশে চালের দামে রাশ টানতে রফতানি তে নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্র ,পড়শী দেশ নেপালের ৬ লক্ষ্য টন ধান রফতানি তে বিশেষ অনুমতি দিচ্ছে কেন্দ্রীয় সরকার ।তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বেঙ্গল রাইস মিল এসোসিয়েশন ।তাদের সমিতির কর্তা বিশ্বজিৎ মল্লিক বলেন বাংলা থেকে কোন ধান নেপালে রফতনি হচ্ছে না ।কেন্দ্র উত্তর প্রদেশ ,হরিয়ানা সহ কয়েকটি রাজ্য থেকে ধান কিনে নেপালে পাঠাবে ।