খবর > Country

ধান রফতানি নিয়ে আপত্তি

Updated : 09/03/2023, IST

দেশে  চালের দামে রাশ টানতে রফতানি তে নিষেধাজ্ঞা  জারি করলো কেন্দ্র ,পড়শী  দেশ নেপালের ৬ লক্ষ্য  টন  ধান রফতানি তে বিশেষ অনুমতি দিচ্ছে কেন্দ্রীয় সরকার ।তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বেঙ্গল রাইস  মিল এসোসিয়েশন ।তাদের  সমিতির  কর্তা  বিশ্বজিৎ মল্লিক বলেন বাংলা থেকে কোন ধান নেপালে রফতনি  হচ্ছে না ।কেন্দ্র উত্তর প্রদেশ ,হরিয়ানা সহ  কয়েকটি রাজ্য  থেকে ধান কিনে নেপালে পাঠাবে ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।