খবর > Country

আজকের রাশিফল ( ৪ সেপ্টেম্বর ২০২৩)

Updated : 09/04/2023, IST

মেষ - সন্তানের আচার আচরণের দিকে নজর দিন 

বৃষ  -পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করে জমি বাড়ি  বিক্রয় করুন 

মিথুন - অযাচিত কোন সুযোগ গ্রহণ করার আগে ভাবা উচিত 

কর্কট  -উদার মনোভাবের জন্য অপদস্থ হওয়ার আশঙ্কা 

সিংহ -সন্তানের লেখা পড়া  তে আগ্রহ ও শুভ ফলাফল হবে 

কন্যা - বৈষয়িক গোলযোগ নিয়ে সংসারে  অশান্তি বাড়বে 

তুলা -কেউ আপনাকে ভুল বুঝিয়ে লোভের টোপ  দিতে পারে 

বৃশ্চিক- বড় কোন ঝুঁকির কাজে একদম এগোবেন না 

ধনু - অতিথি  ও বন্ধু বিশ্বাসঘাতকা  বলবে 

মকর - সাংসারিক জীবনে বড় কোন ভুলভ্রান্তি হতে পারে 

কুম্ভ - সপরিবারে কাছে পিঠে ভ্রমণের চিন্তা 

মীন - প্রিয় বন্ধুর সাথে সম্পর্কে ছেদ  হতে পারে 

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।