নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০১৫ সালের মনিপুরের চান্দোলে সেনা কনভয়ের উপর হামলা চালিয়ে ছিল জঙ্গিরা । তার পাল্টা হিসাবে কর্নেল নেকটরের নেতৃত্বে ভারতীয় সেনা হামলা চালায় মায়নামারের জঙ্গি শিবিরে আর নিহত হন প্রায় ১২০ জন জঙ্গি । শৌর্য্য চক্রে সম্মানিত এই অফিসার গত বছর স্বেচ্ছা অবসর নিয়েছিলেন সেনা থেকে ।গতকাল মণিপুর মন্ত্রীসভার বৈঠকে তাকে জঙ্গি দমনের জন্য মনিপুর পুলিশের সিনিয়র সুপার পদে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে ।