খবর > Country

মনিপুর শান্ত করার জন্য দায়িত্ব দেওয়া হলো প্রাক্তন সেনা অফিসার নেক্টর সাঁজেবাম কে

Updated : 09/04/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০১৫ সালের মনিপুরের চান্দোলে  সেনা কনভয়ের উপর হামলা চালিয়ে ছিল জঙ্গিরা । তার পাল্টা হিসাবে  কর্নেল  নেকটরের নেতৃত্বে ভারতীয় সেনা হামলা চালায় মায়নামারের জঙ্গি শিবিরে আর নিহত হন প্রায় ১২০ জন জঙ্গি । শৌর্য্য চক্রে সম্মানিত  এই অফিসার গত বছর স্বেচ্ছা অবসর নিয়েছিলেন সেনা থেকে ।গতকাল মণিপুর মন্ত্রীসভার  বৈঠকে  তাকে জঙ্গি দমনের জন্য মনিপুর পুলিশের  সিনিয়র সুপার পদে নিয়োগের সিদ্ধান্ত নেয়া  হয়েছে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।