নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পরিসংখ্যান বলছে গত ৭ মাসে রাশিয়া থেকে ভারত যে জ্বালানি তেল আমদানি করেছে ,অগাস্ট মাসে তার পরিমান ছিল ১৪.৬ লক্ষ্য ব্যারেল ,যা ৭ মাসের মধ্যে সর্বনিম্ন ।পরিসংখ্যান সংস্থা ভোরটেক্স বলছে জুলাইয়ে সেই অংক ছিল দিনে ১৯.১ লক্ষ্য । সংশ্লিষ্ট মহল বলছে বর্ষার জন্য চাহিদা কমাই তার কারণ ,ইরাক থেকেও অগাস্ট মাসে কম তেল আমদানি করেছে ভারত ।