নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ২০২৪ সালে দেশে লোকসভা নির্বাচনে ফলে আগামী বাজেট হবে অন্তর্বর্তী ।তার প্রস্তুতি শুরু করে দিলো অর্থমন্ত্রক ।সব মন্ত্রক ও দফতরের কাছে খরচের সম্ভাব্য হিসাব চাইলো তারা । জানা যাচ্ছে অক্টোবরের দ্বিতীয় হফতা থেকে প্রাক দফতর ধরে প্রাক বাজেট বৈঠক শুরু হবে চলবে নভেম্বরের মাঝামাঝি অব্দি ।