খবর > Country

ব্রেকিং - ইন্ডিয়া নাম বদলালে পরে কেন্দ্র কে হয়তো খেসারত দিতে হতে পারে ১৪,৩০৪ কোটি টাকা প্রতিমাসে

Updated : 09/06/2023, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আন্তর্জাতিক খ্যাতি  সম্পন্ন প্রপার্টি ল ইয়ার  ড্যারেন  অলিভিয়ার জানান  ২০১৮ সালে  এস্তোনিয়া  যখন নাম  পরিবর্তন করে সুইজারল্যান্ড হয়  তখন তাকে ওই নাম পরিবর্তনের জন্য মূল্য চোকাতে হয়েছিল ।একই ভাবে ভারত যদি ইন্ডিয়া  নাম টি বদলে  ফেলে এর জন্য তাকে মূল্য চোকাতে হতে পারে ১৪,৩০৪ কোটি টাকা ।তিনি আরও  বলেন ভারতে ৮০ লক্ষ্য  মানুষের মুখে খাবার তুলে  দিতে 
প্রতি মাসে কেন্দ্র কে চোকাতে হয় ১৪ হাজার কোটি টাকা ।অলিভিয়ার বলেন ভারতের ফিসক্যাল  বর্ষ ২০২৩ শালের  শেষে ভারতের রেভেন্যু  ইনকাম প্রত্যক্ষ  ও অপ্রত্যক্ষ  কর থেকে আসতে  পারে ২৩.৮৪ লক্ষ্য  কোটি ,সেটি ও মাথায় রাখতে হবে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।