খবর > Country

আজকের রাশিফল ( ৬ সেপ্টেম্বর )

Updated : 09/06/2023, IST

মেষ - উদারতা দেখানো  ভালো তবে বুঝে 

বৃষ - মধুর ব্যবহারে কার্যসিদ্ধি হবে 

মিথুন - আমদানি রফতনি ব্যবসায়ে আপাতত বিনিয়োগ কমানো উচিত 

কর্কট -দাম্পত্য জীবনে অস্থিরতা দেখা  দেবে 

সিংহ - প্রতিকূল বাতাবরণ থেকে বেরিয়ে আসুন 

কন্যা - কর্মক্ষেত্রে শ্রম ও দক্ষতার পুরস্কার জুটতে পারে 

তুলা -অর্শ ও ফিশ্চুলা  জাতীয় রোগের  প্রকোপ বৃদ্ধিতে ভোগাবে 

বৃশ্চিক - কর্মক্ষেত্রে প্রতিকূলতার সাথে দক্ষতা বৃদ্ধি 

ধনু - শত্রুরা ভালো মানুষির সুযোগ নিতে পারে 

মকর - মহার্ঘ্য বস্তু ও নথিপত্রের আইনি সংরক্ষণ করা উচিত 

কুম্ভ - ব্যবসায়িক ঋণ  আংশিক শোধ হওয়াতে মানসিক শান্তি 

মীন -লাভের একাধিক সুযোগ আসতে  পারে 

আজকের রাশিফল ( ৬ সেপ্টেম্বর )

Updated : 09/06/2022, IST

মেষ - বিপন্নের পাশে দাঁড়াতে সাহায্য করুন 
 
বৃষ -বিভিন্ন  কারণের ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে 
 
মিথুন -অপ্রিয় সত্যকথা না বলাই ভালো 
 
কর্কট -লটারিতে প্রাপ্তির সম্ভাবনা কম 
 
সিংহ -শেয়ার  বাজারে বাড়তি বিনিয়োগ না করাই উচিত 
 
কন্যা -স্বাস্থ্য উদ্ধারের জন্য স্বাস্থ্যকর  স্থানে যাওয়ার পরিকল্পনা 
 
তুলা -বে  হিসাবি খরচ বন্ধ করতে হবে 
 
বৃশ্চিক -সামান্য ভুল ভ্রান্তির জন্য ,পারিবারিক ক্ষেত্রে ঝামেলা বাড়বে 
 
ধনু -নিকট জনের সাথে নীতিগত বিরোধে মানসিক শান্তি ব্যাহত 
 
মকর -কর্মস্থল পরিবর্তনের প্রয়াশে  সাফল্যের ইঙ্গিত 
 
কুম্ভ -অপচয় ও অপব্যয়ের দরুন সঞ্চয় বৃদ্ধি ব্যাহত হতে পারে 
 
মীন -পিতৃস্থানীয়  ব্যক্তির সঙ্গে মতবিরোধে মনকষ্ট 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।