খবর > Country

আজকের রাশিফল ( ৭ সেপ্টেম্বর )

Updated : 09/07/2023, IST

মেষ - ব্যবসায়ীদের পক্ষে সময়টি শুভ নয় 

বৃষ - জীবনে যতটা অগ্রগতি আশা করেছিলেন তা নাও হতে পারে 

মিথুন - হজমের গোলমাল ভোগাবে 

কর্কট - গৃহ নির্মাণের কাজে  ব্যাংকের  কাছে আবেদন 

সিংহ - অতিদম্ভের খেসারত দিতে হতে পারে 

কন্যা - কর্মপরিবর্তনের শুভ যোগ 

তুলা -পথে ঘাটে  চলাফেরায় সতর্ক থাকুন 

বৃশ্চিক - কারুর উপরে সন্দেহ করলেও তা প্রকাশ করবেন না 

ধনু - মুখমন্ডলের পীড়া  তে কষ্ট পাবেন 

মকর - কর্মকৌশল ও দক্ষতার জন্য প্রশংসা জুটলেও,প্রতিবাদী মনভাব বিপদে ফেলবে 

কুম্ভ - নানা ঝামেলার মধ্যে দিয়ে কর্মে উন্নতি 

মীন - বন্ধু চিনতে শিখুন 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।