নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জি ২০ অতিথিদের নৈশ ভোজে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বদলে প্রেসিডেন্ট অফ ভারত কার্ডে চাপা হয়েছিল ,তার পরে ভারতের প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফরের নথিতেও প্রাইম মিনিস্টার অফ ভারত কথা টি লেখা হয়েছিল ।এই নিয়ে বিরোধীরা আসন্ন লড়ার জন্য একত্রে যে জোট তৈরি করেছে তার নাম দিয়েছে ইন্ডিয়া ।বিদেশ মন্ত্রী এর ব্যাখ্যা দিয়ে বলেন ইন্ডিয়া অর্থাৎ ভারত ,সবাই কে এটা পড়ার জন্য আহবান জানাচ্ছি ।