নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গের গরুপাচার মামলা দিল্লির আদালতে স্থানান্ত্বরে জন্য ইডি যে আবেদন করেছিল গতকাল আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে মামলার নথি আসানসোল থেকে দিল্লির সিটি রাউস আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ,তার ফলে তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি কেষ্ট মন্ডল ও তার দেহ রক্ষী সহ ৮ জনের শুনানি দিল্লির আদালতে হবে ।