নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মুক্তি পেয়েছে শাহরুখ প্রযোজিত ও পরিচালিত জওয়ান ছবিটি । তার বিপরীতে নারী চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা ,শাহরুখ -বিক্রম ও আজাদ এই দুটি রোলেই পাঠ করেছেন ।এতই সুন্দর অভিনয় করেছেন যে ভিলেন চরিত্রে অভিনয় করা বিজয় সেতুপতির অভিনয় ও তার কাছে ফিকে হয়ে গিয়েছে ।