নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল সারা দেশে ৭ টি উপনির্বাচনে বিজেপি পরাজিত হয় বেশ কয়েকটি আসনে ।বিশেষ করে উত্তরপ্রদেশের ঘোষি আসনে লড়াই হয়েছিল ইন্ডিয়া জোট বনাম বিজেপির মধ্যে সেইখানে সপা প্রার্থী সুধাকর সিংহ প্রায় ৪০,০০০ হাজারের
ও বেশি ভোটে হারিয়েছেন দাঁড়া সিংহ চৌহান কে ।বিষশ্লেণ করে দেখা যাচ্ছে ঘোসির ৪.৩৭ লক্ষ্য ভোটারের মধ্যে মুসলিম ও দলিত ভোট গেছে সপা প্রার্থীর দিকে,আর ৫০-৬০ হাজার রাজভর শ্রেণীর ভোট ও বিজেপি ধরে রাখতে পারেনি তাদের দিকে ।