খবর > Country

উত্তর প্রদেশের ঘোষি আসনে পরাজয় নিয়ে চিন্তিত বিজেপি

Updated : 09/09/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল সারা দেশে ৭ টি উপনির্বাচনে বিজেপি পরাজিত হয় বেশ কয়েকটি আসনে ।বিশেষ করে উত্তরপ্রদেশের ঘোষি  আসনে লড়াই  হয়েছিল ইন্ডিয়া জোট বনাম বিজেপির মধ্যে সেইখানে  সপা প্রার্থী সুধাকর সিংহ প্রায় ৪০,০০০ হাজারের 
ও বেশি ভোটে  হারিয়েছেন দাঁড়া  সিংহ চৌহান কে ।বিষশ্লেণ করে দেখা যাচ্ছে ঘোসির  ৪.৩৭ লক্ষ্য  ভোটারের মধ্যে মুসলিম ও দলিত  ভোট গেছে সপা  প্রার্থীর দিকে,আর ৫০-৬০ হাজার  রাজভর শ্রেণীর ভোট ও বিজেপি ধরে রাখতে পারেনি তাদের দিকে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।