নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রিসার্ভ ব্যাঙ্কের নির্দেশ ক্রমে বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার পরে অতিরিক্ত নগদ শুষে নিতে বিশেষ ব্যবস্থা চালু করেছিল রিসার্ভ ব্যাঙ্ক ।আজ ,শনিবার থেকে ধাপে ধাপে ধাপে সেই ইনক্রিমেন্টাল ক্যাশ রিসার্ভ রেশিও তুলে নেওয়ার |সিদ্ধান্ত নিলো শীর্ষ ব্যাঙ্ক ।গত ১০ আগস্টের এই অনুপাত ১০% বেঁধে দিয়েছিলো শীর্ষ ব্যাঙ্ক ।নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক গুলিকে তাদের আওতায় থাকা নগদের একটা নির্দিষ্ট অংশ আর বি আইয়ের কাছে জমা রাখতে হয় ।