নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জি ২০ সম্মেলন শুরুর আগের রাতে প্রধানমন্ত্রী তার বাসভবনে মিলিত হলেন জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ।বৈঠক শেষে মোদী সাংবাদিকদের বলেন অতন্ত্য গঠনমূলক আলোচনা হয়েছে ,এমন বহু বিষয় নিয়ে কথা হয়েছে যা সফল হলে দুই দেশের অর্থনীতি ও মানুষের মধ্যে সংযোগ বাড়বে । বিশ্বের কল্যানে আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বতা বড় ভূমিকা পালন করবে ।