খবর > Country

মোদী ও বাইডেনের সাখ্যাৎকার

Updated : 09/09/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জি ২০ সম্মেলন শুরুর আগের রাতে  প্রধানমন্ত্রী তার বাসভবনে মিলিত হলেন জো  বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ।বৈঠক শেষে মোদী সাংবাদিকদের বলেন অতন্ত্য গঠনমূলক আলোচনা হয়েছে ,এমন বহু বিষয় নিয়ে কথা হয়েছে যা সফল হলে  দুই দেশের অর্থনীতি ও মানুষের মধ্যে সংযোগ বাড়বে । বিশ্বের কল্যানে আমাদের  দুই দেশের মধ্যে বন্ধুত্বতা  বড় ভূমিকা পালন করবে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।