নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জি ২০ সম্মেলন চলাকালীন সামনে এগিয়ে এলো লোকসভা নির্বাচনের জল্পনা, ২১ সে ২৪ জানুয়ারির মধ্যে একটি শুভ দিন দেখে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন রামমন্দিরের ।বিশেষজ্ঞ রা বলছেন মন্দির নির্মাণ কে সামনে রেখে হিন্দু ভোটের মেরুকরণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্ব ।একটি সূত্রের মতে সম্ভবত ২২ সে জানুয়ারি দিনটি কে চূড়ান্ত করা হচ্ছে ।