নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল স্কটিশ চার্চ কলেজে শতবর্ষে মৃনাল শীর্ষ অনুষ্ঠান আয়োজন করেছিল স্কটিশ চার্চ কলেজ ও প্রাক্তনীরা । সেই কলেজের প্রাক্তন ছাত্র মিঠুন চক্রবর্তী বলেন "কলেজের ইলেকশনে এমন ঝামেলা হলো যে আমায় কলকাতা ছাড়তে হলো " । মৃণালদার মৃগয়া তে আমি প্রথম অভিনয়ের সুযোগ পাই ।মৃনাল দা সরাসরি আমায় পছন্দ করেনি ,একটি অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমাকে দেখে উনার পছন্দ হয় ,সেই আমার যাত্রা শুরু । মৃনাল সেন ও ছিলেন স্কটিশ কলেজের প্রাক্তনী ।