নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রিসার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে চলতি অর্থবর্ষে দ্বিতীয় বারের জন্য আজ থেকে ১৫ সেপ্টেম্বর অব্দি সোনা বন্ড কেনা যাবে ।প্রতি গ্রামের দাম স্থির হয়েছে ৫৯২৩ টাকা ।অনলাইনে আবেদন জানালে এবং ডিজিট্যাল পদ্ধতি তে দাম মেটালে |গ্রাম প্রতি ৫০ টাকা করে ছাড় মিলবে ,এই ঋণপত্রের মেয়াদ ৮ বছর হলেও ৫ বছর পর থেকে তা বাজারে বেচা যায় ।