নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ২০২২ সালের শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের যে তালিকা প্রকাশ হয় তার মধ্যে চারজন বাঙালি,এরা হলেন রসায়নে আইআইটি বম্বের দেবব্রত মাইতি ,পদার্থ্য বিদ্যা তে আই আই এসসি র অনিন্দ্য দাশ ।টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের বাসুদেব দাসগুপ্ত এবং চিকিৎসা বিজ্ঞানের কলকাতার ইনস্টিটিউট অফ কেমিকাল বায়োলজির দীপম্যান গাঙ্গুলী ।