নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সম্প্রতি সারদা মামলা নিয়ে তদন্তকারীদের তৎপরতা নজরে পড়েছে ,পাশাপাশি নারদ মামলা তে সাংবাদিক ম্যাথিউ স্যামুয়েল কে সিবিআই তলব করেছে নিজাম প্যালেসে আগামী ১৮ সেপ্টেম্বর । জানা যাচ্ছে ম্যাথিউ জানিয়েছেন ,তদন্তকারীরা
বিমানের ব্যবস্থা যাতায়াতের জন্য না করলে তার পক্ষে ওই দিন হাজিরা দেওয়া সম্ভব নয় ।