নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়ামের বার্ষিক সভাতে গিয়ে ,কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি পরিষ্কার ভাষা তে বলেন পেট্রল ও ডিজেলের থেকে সরে এসে দূষণ মুক্ত নতুন পথে হাটতে হবে ।ডিজেল গাড়ি কে দ্রুত বাতিল করুন,না করলে এত কর চাপানো হবে যে গাড়ি বিক্রি কঠিন হয়ে যাবে ।তিনি আরো বলেন যে অর্থমন্ত্রক কে প্রস্তাব দেবেন যে ডিজেল গাড়ির বিক্রিতে বাড়তি ১০% জিএসটি বসানোর ।তিনি বলেন তিনি পরিবেশ বান্ধব গাড়ি চাইছেন ।