খবর > Country

আর তিনদিন পরেই কে ইডি প্রধান হবেন তাই নিয়ে জোর জল্পনা

Updated : 09/13/2023, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ১৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ মুতাবিক ইডি র অধিকর্তা পদে সঞ্জয় কুমার মিশ্রের  মেয়াদ শেষ  হচ্ছে ।অভিষেক  বন্দ্যোপাধ্যায় হেমন্ত সোরেন ,রাহুল গান্ধী ও মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে তদন্তের দেখভাল কার হাতে আসবে  তাই নিয়ে জোর চর্চা দিল্লিতে ।সোনা যাচ্ছে সিবিডিটির  চেয়ারম্যান নিতিন গুপ্ত ও সদস্য প্রবীণ কুমারের নাম ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স উনিটের প্রাক্তন  পিকে  মিশরের নাম ও বর্তমানে আইএমএফে কর্মরত  সীমাঞ্চল দাসের  নাম নিয়ে জল্পনা রয়েছে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।