নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : যেই সব দুই চাকার বৈদ্যুতিক গাড়ির নির্মাতা রিভোল্ট `-২ নিয়ম মানেনি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছে কেন্দ্র ।কোন পথে তা এগোনো যায় তা খতিয়ে দেখা হচ্ছে ।জানা যাচ্ছে নিয়ম ভাঙা ৭ টি সংস্থার থেকে আর্থিক উৎসাহ নেওয়া ৪৭৯ কোটি টাকা ফেরত চেয়েছিলো কেন্দ্র ,সব নির্মাতা দের মধ্যে একমাত্র রিভোল্ট মোটোর্স্ টাকা ফেরত দিতে চেয়েছে বাকিরা উত্তর দেয়নি ।