নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিশ্ব ঐতিজ্য ক্ষেত্র হিসাবে শান্তিনিকেতনের নাম ঘোষণা করলো উনেস্কো ।গতকাল রাতে সেই খবর আসার পরেই আলো তে সেজে ওঠে বিশ্বভারতীর উপাসনা গৃহ ।কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী বলেন আগামী সেপ্টেম্বরে রিয়াধে বিশ্ব ঐতিহ্য কমিটির সভাতে ,শান্তিনিকেতনের স্বীকৃতি ঘোষণা করা হবে ,এবং হলো তাই গত ১৭ সেপ্টেম্বর এটা হলো দেশের সেরা উপহার ,প্রধানমন্ত্রী টুইট করে জানান এই স্বীকৃতি সব ভারত বাসীর কাছে গর্বের । ভারতের ৪১ তম বিশ্ব ঐতিজ্য ক্ষেত্র হিসাবে এই স্বীকৃতি এলো ।