নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কমেডি ঘরানার ছবিতে পরিচালক ডেভিড ধাওয়ানের মত হিট ছবির তালিকা খুব কম পরিচালকের আছে ।সোনা যাচ্ছে ডেভিড ও বরুন ধবনের জুটিতে অতিমারী বিষয় বস্তুকে কেন্দ্র করে একটি নতুন ছবি তৈরি হবে ।ইতিমধ্যেই নাকি শুরু হয়েছে
ছবির চিত্র নাট্যের কাজ ।বড় বাজেটের এই ছবি আগামী বছর থেকে শুটিং শুরু হবে ,বরুনের বিপরীতে আর কার থাকবে তাদের নাম জানা যায়নি ।