নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল অর্থমন্ত্রকের তরফে বলা হয়েছে সংস্থা গুলির জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হবে ।অর্থমন্ত্রকের তরফে বলা হয়েছে ,যাদের আইটিআর ৭ জমা দিতে হয় তাদের ক্ষেত্রে ২০২৩-২৪ শালের হিসাব বর্ষের জন্য ১ মাস বাড়িয়ে নভেম্বর ২০২৩ করা হয়েছে । পাশাপাশি যেই সব সংস্থাকে অডিট করাতে হয় ,তাদের ক্ষেত্রেও হিসাব পরীক্ষা জমার সময় এক মাস বাড়িয়ে ৩১ সে অক্টোবর করা হয়েছে ।